মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ইন্দোনেশিয়ায় এশিয়ার প্রথম টেসলা বিনিয়োগের চুক্তি

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৫:১১

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বিশ্বাস করেন যে টেসলা ইনকর্পোরেটেড তার দেশে একটি উৎপাদন কারখানায় বিনিয়োগের জন্য একটি চুক্তি চূড়ান্ত করবে। এর জন্য মার্কিন গাড়ি নির্মাতাকে কর বিরতি থেকে শুরু করে খনির নিকেলের জন্য একটি ছাড় পর্যন্ত প্রণোদনা দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। 

গত বছর টেক্সাসে স্পেসএক্সের প্রধান নির্বাহী এলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা হয়েছিল তার। দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি ২০২০ সাল থেকে ব্যাটারি এবং গাড়ি উৎপাদনে বিনিয়োগের জন্য টেসলাকে আকৃষ্ট করছে। এছাড়া ইভি ব্যাটারিতে ব্যবহারের জন্য নিকেল আকরিকের সমৃদ্ধ মজুদকে কাজে লাগানোর চেষ্টা করছে।

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন