মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

পাওয়ার প্লে'তে দুর্দান্ত বাংলাদেশ

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৫:৩৩

আগের দুই ম্যাচেই নিশ্চিত হয়ে গেছে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জয়। আজ সিরিজের তৃতিয় ও শেষ ম্যাচে ইংলিশদের ধবোলধোলাই করার হাতছানি টাইগারদের সামনে। সেই লক্ষ্যে আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে'তে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। বিনা উইকেটেই  তুলে ফেলেছে ৪৬ রান। 

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বিকেল ৩টায় ইংলিশদের বিরুদ্ধে মাঠে নামে বাংলাদেশ। আগের দুই ম্যাচেই টস হারার পর আজ টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইংলিশ অধিনায়ক জস বাটলার।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই স্যাম কারানের ওয়াইড থেকে এক্সট্রা রান দিয়ে রানের খাতা খোলে বাংলাদেশ। ওভারের দ্বিতীয় বলে স্কয়ার দিয়ে বাউন্ডারি মেরে নিজের হাত খোলেন রনি তালুকদার। ওই এক বাউন্ডারিতে প্রথম ওভার থেকে আসে ৭ রান।

ক্রিস ওকসের করা দ্বিতিয় ওভারে লিটন দাস আর রনির দুই বাউন্ডারিতে আসে ১২ রান। দুই টাইগার ওপেনারের মারমুখী ব্যাটিং দেখে তৃতীইয় ওভারেই স্পিনার আনেন বাটলার। আদিস্ল রশিদের ওভার থেকে আসে মাত্র ৪ রান। তিন ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ২৩ রান। 

চতুর্থ ওভারে জোফরা আর্চারকে এক বাউন্ডারি মেরে ৮ রান তোলেন দুই ওপেনার। আদিল রশিদের করা পঞ্চম ওভার থেকে আসে ৭ রান। পাওয়ার প্লে'র শেশ ওভারে আর্চারের দ্বিতীয় বলেই বাউন্দারি হাকান রনি। তৃতীয় বলেই অবশ্য তার ক্যাচ ফেলে তাকে জীবন দেন বেন ডাকেট।

পাওয়ার প্লে'র নির্ধারিত ৬ ওভার শেসষে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪৬ রান। ২০ বলে ২১ রানে লিটন আর ১৬ বলে ১৯ রানে ব্যাট করছেন রনি। 

 

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন