শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলী কারাগারে

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৭:০৪

নওগাঁর মান্দায় নাশকতার মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ মার্চ) নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারকের কাছে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।

কারাপ্রাপ্ত ইয়াছিন আলী উপজেলার ১০ নম্বর নুরুল্যাবাদ ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সূরা সদস্য।

মান্দা থানার ওসি মো. নুর এ আলম সিদ্দিক জানান, ২৫ জানুয়ারি উপজেলার নুরুল্যাবাদ ইউপির হাজি পাড়ার একটি মসজিদে জামায়াত শিবিরের নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন। এ সময় সংবাদে মান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ জন জামায়াত শিবিরের নেতা-কর্মীকে আটক করেছিলেন। কিন্তু ওই সময় পুলিশের অভিযান চলাকালে ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলী টের পেয়ে কৌশলে সটকে পড়েন। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করে।

ওনি জানান, ওই মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন ইয়াছিন আলী। তিনি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। উচ্চ আদালতের জামিনের সময়সীমা শেষ হলে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতে জামিন নিতে গেলে, জামিন না মঞ্জুর করে বিজ্ঞ আদালত আদালত তাকে কারাগারে পাঠান।

ইত্তেফাক/আরএজে