চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের পহরচান্দা ছোট ধলিবিলা পাহাড়ি এলাকা থেকে মনচুর আলম লেদু (২৬) নামে এক প্রবাসী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি দুবাই থেকে দেশে আসার পরের দিন ১ মার্চ তিনি ‘নিখোঁজ’ হন।
মঙ্গলবার (১৪ মার্চ) সকালে মাটিচাপা দেওয়া অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী, শাশুড়ি ও তার শ্যালিকাকে আটক করা হয়েছে।
নিহত মনচুর আলম লেদু একই এলাকার নয়াপাড়ার ফয়েজ আহমদের ছেলে। আটকরা হলেন-নিহতের স্ত্রী রিনা আকতার (২৩), এনামের শাশুড়ি সায়রা বেগম (৫৫) ও তার আরেক কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি দুবাই থেকে মনচুর আলম লেদু দেশে আসেন। পরের দিন ১ মার্চ তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তার বোন বুলবুল আকতার লোহাগাড়া থানায় একটি অপহরণ মামলা করেন। মামলাটি তদন্ত শুরু করেন এসআই শরীফুল ইসলাম।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে মাটিচাপা অবস্থায় পাহাড়ি এলাকায় লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান, পুটিবিলা ইউপির চেয়ারম্যান মুুহাম্মদ জাহাঙ্গীর আলম মানিক, এসআই শরীফুল ইসলামসহ অনেকেই।
নিহতের আত্মীয় মো. ফোরকান বলেন, লেদু দুবাই প্রবাসী। তার শ্বশুরের পরিবারের সঙ্গে পারিবারিক বিরোধ ছিল।
নিহতের বড় ভাই খোরশেদ বলেন, আমার ছোট ভাই দেশে ফেরার পরের দিন হতে নিখোঁজ হন। তার শ্বশুরবাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধ ছিল। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।
পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মানিক জানান, ঘটনাটি মর্মান্তিক। মনসুর আলী রেমিটেন্স যোদ্ধা ও দুবাই প্রবাসী। নিখোঁজের আগের দিন আমার সঙ্গে দেখা হয়েছিল। তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সকলের বিচার কামনা করছি।
লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান বলেন, মনচুর আলম লেদু নিখোঁজের ঘটনায় তার বোন বুলবুল আকতার একটি অপহরণ মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে ক্লু বের করে আমরা পহরচান্দা ছোট ধলিবিলা (হাসনা ভিটা) পাহাড়ি এলাকা থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করি। এ ঘটনায় নিহতের স্ত্রী রিনা আকতার, শাশুড়ি সায়রা বেগম ও শালিকা রুম্মান আকতারকে আটক করা হয়। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটা পরকীয়া থেকে হতে পারে। অনেকদিন ধরে তার শ্যালিকার সঙ্গে সম্পর্ক ছিল। এ ঘটনায় আরও তদন্ত চলছে বলেও জানান তিনি।