শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

মোটরসাইকেল দুর্ঘটনায় আনসারসহ নিহত ২

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৮:১৩

মেহেরপুরের চকশ্যামনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় আনসার সদস্যসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মার্চ) ভোর ৬টার দিকে মেহেরপুর ও মুজিবগর মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাহিদুল দারিয়াপুর গ্রামের আনসার সদস্য রাহিদুল (৩০), তিনি গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যশোরে কর্মরত ছিলেন। একই গ্রামের বিজন (২২), তিনি বিজন মুজিবনগর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, আনসার সদস্য রাহিদুলকে চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য বিজন মোটরসাইকেল যোগে দারিয়াপুর থেকে চুয়াডাঙ্গা রেল স্টেশনের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর ঈদগাহ মাঠের অদূরে সড়কের পাশে একটি মেহগনি গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ে পাশের ধানক্ষেতে ছিটকে পড়ে যায়।

মেহেরপুর ফায়ার সার্ভিস টিমের ইউনিট প্রধান আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতের উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা চলাকালে তারা দুজনই মারা যান। পরে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন জানান, লাশ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

ইত্তেফাক/আরএজে