নগরীতে উল্টোপথে আসা বাসচাপায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিক নিহত হয়েছেন। পুলিশ বাসের চালককে গ্রেপ্তার করেছে। নিহত সাকিয়াতুল কাউছারের (৪৮) বাসা নগরীর অক্সিজেন চক্রেসো কানন আবাসিক এলাকায়।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল পৌনে ৯টায় নগরীর বায়েজিদ বোস্তামি থানার ক্যান্টনমেন্ট পাবলিক মোড়ে নিহত শিক্ষক হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বায়েজিদ বোস্তামি থানার ওসি ফেরদৌস জাহান জানান, গ্রেপ্তার রাজিব হাটহাজারী থেকে নিউমার্কেটগামী ৮ নম্বর রুটের গাউছিয়া এন্টারপ্রাইজ বাসের চালক। অক্সিজেন মোড় থেকে ষোলশহর ২ নম্বর গেইটের দিকে যাওয়ার সময় রাজিব যানজট এড়াতে বাসটি উল্টোপথে দ্রুতগতিতে নিয়ে যাচ্ছিল। বাসটি জব্দ করা হয়েছে।
বায়েজিদ বোস্তামি থানার এসআই বশির গাজী জানান, সাকিয়াতুল কাউছার পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এসময় উল্টোপথে দ্রুতগতিতে আসা একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ১০টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এদিকে নগরীর টোল রোডে প্রাইভেট কারের ধাক্কায় মোজাহিদুল ইসলাম (৩২) নামে এক ট্রাফিক পুলিশ সার্জেন্ট নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টায় ওয়াই জংশং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোজাহিদুল ইসলাম ব্রহ্মণবাড়ীয়া জেলার সদর থানার বাসিন্দা। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিকের বন্দর বিভাগে কর্মরত ছিলেন।
হালিশহর থানার এসআই হারুন রশিদ জানান, ওয়াই জংশং এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোজাহিদুল ইসলাম নামে এক ট্রাফিক সার্জেন্ট ও অন্য এক ব্যক্তি আহত হন। সেখান থেকে ২ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুর উল্লাহ আশেক জানান, সোমবার রাত সাড়ে ১১টায় হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আহত ট্রাফিক পুলিশ সার্জেন্টকে আনা হয়। ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।