মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

দমকা হাওয়ার সঙ্গে হঠাৎ বৃষ্টি, বজ্রপাতে যুবক নিহত

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৯:৫৪

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মাঠে কাজ করতে গিয়ে রেহান মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার সাহতা ইউনিয়নের হেলুচিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রেহান একই ইউনিয়নের মৃত রজব আলীর ছেলে।

বারহাট্রা থানার ওসি মো. লুৎফুল হক নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার বিকেলে হঠাৎ দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। এ সময় রেহান বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ইত্তেফাক/এসকে

এ সম্পর্কিত আরও পড়ুন