শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

হোয়াইটওয়াশে বাংলাদেশের ২৩

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২০:০৪

ইংল্যান্ডের বিপক্ষে এর আগে কখনও কোন ফরম্যাটে সিরিজ জেতেনি বাংলাদেশ। এবার টি-টোয়েন্টিতে সেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ তো জিতলোই, সঙ্গে ইতিহাস গড়ে হোয়াইটওয়াশও করলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। এই নিয়ে প্রতিপক্ষকে ২৩ বার হোয়াইটওয়াশের লজ্জা উপহার দিলো বাংলাদেশ। 

ঘরের মাঠে ইংলিশদের আতিথেয়তা দিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো বাংলাদেশ। যেই টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ভাবা হতো দুর্বল দল, সেই টি-টোয়েন্টিতেই বিশ্বচ্যাম্পিয়ন ইংলিশদের বাংলাওয়াশের স্বাদ দিলো সাকিব আল হাসানের দল। 

তিন ম্যাচেই অনবদ্য পারফরম্যান্স উপহার দিয়ে যোগ্যতর দল হিসেবেই সিইরজ জিতেছে বাংলাদেশ। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম দ্বিপাক্ষিক সিইরজ খেলতে নেমেছিল দুই দলই। বিশ্বকাপের পর বিশ্বকাপ জেতা সেই ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেই ২৩তম বারের মতো প্রতিপক্ষকে  হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এই নিয়ে চারবারের মতো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা।  

টি-টোয়েন্টিতে বাংলাদেশ প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জেতে ২০১২ সালে। সেই সিরিজেই আয়ারল্যান্ডকে তাদের মাঠে ৩-০ ব্যবধানে হারিয়েছিলো টিম টাইগার্স।এরপর ২০২০ সালে ঘরের মাঠে জিম্বাবুয়েকেও হোয়াইটওয়াশের স্বাদ দেয় বাংলাদেশ।সবশেষ ২০২২ সালে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ ব্যবধানে হারায় বাংলাদেশ। 

বাংলাদেশ সবচেয়ে বেশি ১৬ বার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে। আর ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে ৩বার হোয়াইটওয়াশ করেছে প্রতিপক্ষকে। 

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন