শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সম্পন্ন

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২০:৫৩

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর উদ্যোগে ‘স্বেচ্ছা রক্তদান কর্মসূচি’র আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। 

এসময় উপস্থিত ছিলেন আইএসইউ ট্রেজারার (ভারপ্রাপ্ত), এইচ. টি. এম. কাদের নেওয়াজ, রেজিস্ট্রার মোঃ লুৎফর রহমান,ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন ড. অলি আহাদ ঠাকুর, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরী, প্রভাষক মজিবুর রহমান চৌধুরী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়াসহ প্রমুখ ।

উল্লেখ্য স্বেচ্ছা রক্তদান কর্মসূচিতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক- শিক্ষিকা, কর্মকর্তা- কর্মচারীগন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজনটি অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/এএইচপি