বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে সিরিজ জয়, তাও আবার টি-টোয়েন্টি ফরম্যাটে। সপ্তাহখানেক আগেও এই কথা বললে হেসেই উড়িয়ে দিতেন যে কেউ। তবে আজ সত্যি হয়েছে তেমন কিছুই। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়ে সিরিজ জিতে নিয়েছে সাকিব আল হাসানের দল। এইভাবে তিন ম্যাচেই জিতবে এটা নাকি ভাবনাতে ছিলো না স্বয়ং টাইগার অধিনায়কেরও।
আজ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ইংলিশদের ১৬ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরজ জিতে নিয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে এসেই সাকিব জানালেন তিনি নিজেও ভাবেননি এভাবে তিন ম্যাচেই জিতে যাবে বাংলাদেশ।
ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা নিয়ে সাকিব বলেন, ভাবনাটা আসলে ওভাবে ছিল না।সিরিজ শুরুর আগে এটা নিয়ে কেউ চিন্তাও করিনি আমাদের সব ম্যাচ জিততে হবে বা এমন কিছু হবে। আমরা খুব ভালো ক্রিকেট খেলতে চেয়েছি। তিন ম্যাচেই আমরা চেষ্টা করেছি ব্যাটিংয়ে যার যার জায়গা থেকে অবদান রাখতে, বোলিংয়ে ভালো করেছি , তিওন ম্যাচেই আমাদের ফিল্ডিংটা অসাধারণ হয়েছে। টি-টোয়েন্টিতে যেখানে ২-৪-১০-১৫-২০ রান পার্থক্য তৈরি করে, সেই জায়গাতে অনেক বড় টিক মার্ক দিয়েছি।
দলের পারফরম্যান্স নিয়ে সাকিব জানান, দলে যারা খেলছে, বিশেষত টি-টোয়েন্টি সিরিজে তারা সবাই বিপিএলে পারফর্ম করেছে। ওই পারফরম্যান্সটা প্রভাব রেখেছে। এখানে যারা পাঁচ-ছয়জন ভালো ব্যাটিং করেছে, তারা বিপিএলেও টপ রান স্কোরার ছিলো। যারা সর্বোচ্চ উইকেট নিয়েছে, তারাও এখানে বল করেছে। ওই আত্মবিশ্বাস আসলে থাকে। আর যেহেতু খুব বেশি গ্যাপ ছিল না। টানা খেলার ভেতরে থাকাটা আমাদের সাহায্য করেছে।
টি-টোয়েন্টিএ বাংলাদেশ দলের এমন পরিবর্তন নিয়ে সাকিব বলেন, ‘দেখুন আমি বলবো যে পরিবর্তন টা, আমি জানি না আমি বোধহয় গত এশিয়া কাপ থেকেই আমার অধিনায়কের দায়িত্ব পালন করছি। আমরা হয়তো সেখানে ম্যাচ জিতিনি, তবে আমরা সেখানে খুব ভালো ক্রিকেট খেলেছি যদি এশিয়া কাপ থেকে শুরু করেন। আর বিশ্বকাপে আমাদের দুর্ভাগ্য ছিলো যে আমরা সেমিফাইনাল খেলতে পারেনি। সেই সুযোগ আমাদের ছিলো। কিন্তু আমরা জানতাম আমরা খুব কাছাকাছি আছি। আমাদের মনে হয় পুরোটা দলের বিশ্বকাপ থেকে এই বিশ্বাস টা তৈরি হয়েছে যে আসলে আমরা বড় দলের সঙ্গে জিততে পারি। বিশ্বকাপে যাওয়ার আগে আমাদের সন্দেহ ছিলো কিন্তু বিশ্বকাপের পারফরম্যান্স আমাদের আত্মবিশ্বাস দিয়েছে যে আমরা বড় দলের সঙ্গে জিততে পারি।’