শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

দুই যুবলীগ নেতার ওপর দুর্বৃত্তদের হামলার অভিযোগ

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২১:৩৯

নেত্রকোনার পূর্বধলায় দুর্বৃত্তদের হামলায় ২ যুবলীগ নেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে উপজেলার পূর্বধলা খাদ্যগুদাম রোডের মোড়ে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন পূর্বধলা উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুজ্জামান উজ্জল (৪৮) ও যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম (৪৭)।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে কামরুজ্জামান উজ্জল ও ফেরদৌস আলম মোটরসাইকেলে করে উপজেলা পরিষদ থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তদের একটি সংঘবদ্ধ দল তাদের গতিরোধ করে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাদেরকে ধারালো অস্ত্র  এবং লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

ইত্তেফাক/এবি/পিও