পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জামান পার্কের বাসভবনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এরইমধ্যে এক ভিডিওবার্তায় সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন পাক সাবেক এই প্রধানমন্ত্রী। এই আহ্বানের পরপরই মঙ্গলবার প্রধান শহরগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। লাহোরে তার জামান পার্কের বাসভবনের বাইরে পুলিশ ও দলীয় কর্মীদরে মধ্যে সংঘর্ষ অব্যাহত আছে।
টুইটারে পোস্ট করা ভিডিওবার্তায় ইমরান খান বলেছেন, পুলিশ আমায় গ্রেপ্তার করতে এসেছে। তারা ভাবছে আমি গ্রেপ্তার হওয়ার পর দেশ ঘুমিয়ে পড়বে। আপনাদের (সমর্থক) এটি ভুল প্রমাণ করতে হবে।
জামান পার্কের ইমরান খানের সমর্থকদের উপর পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে এবং জলকামান ব্যবহার করে। ইমরান খান তার সমর্থকদের বের হয়ে আসার আহবান জানালে ইসলামাবাদ, পেশোয়ার এবং করাচিতে বিক্ষোভ শুরু হয়।
পিটিআই-শেয়ার করা ভিডিওগুলোতে দেখা যায়, সমর্থকরা করাচীর কাইয়ুমাবাদ চৌরঙ্গী, আইআই চুন্দ্রিগার, হাসান স্কোয়ার এবং সোহরাব গোঠে জড়ো হয়েছে।
এছাড়া পেশোয়ারে বিপুল সংখ্যক পিটিআই সমর্থকরা প্রেস ক্লাবের বাইরে বিক্ষোভ করছে। প্রেসক্লাবে বিক্ষোভের পর, পিটিআই কর্মীরা শের শাহ সুরি সড়ক অবরোধ করে গভর্নর হাউসের দিকে মিছিল শুরু করে।
ইসলামাবাদ পুলিশ বলেছে, পিটিআই বিক্ষোভকারীরা টারনল রোড অবরোধ করেছিল কিন্তু যানবাহন চলাচলের জন্য সময়মতো ব্যবস্থা নেওয়া হয়েছিল।
পুলিশ জানায়, ‘ইমরান খানের নির্দেশে রাস্তা অবরোধকারী পিটিআই কর্মীদের বিরুদ্ধে তারনল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’