শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

সেই শান্তই হলেন সিরিজসেরা

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২১:৪৪

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সিরিজ জয়, তাও আবার ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে। ইংলিশদের বিপক্ষে ইতিহাসগড়া এই সিরিজের তিন ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করে সিরিজ সেরার পুরষ্কার জিতে নিয়েছেন কদিন আগেও তুমুল সমালোচনার শিকার হওয়া নাজমুল হোসেন শান্ত।    

সিরিজের তিন ম্যাচেই নিজেদের সেরা প্রমাণ করে ইংল্যান্ডকে হারিয়েছে টাইগারবাহিনী। সেরার দৌড়ে শান্ত নিজেকে সবার থেকে আলাদা করেছেন তার ব্যাটের দ্যুতি দিয়েই। সিরিজের তিন ম্যাচেই হেসেছে শান্তর ব্যাট।তিন ম্যাচের তিন ইনিংস ব্যাটিং করে ১৪৪ গড়ে ১৪৪ রান সংগ্রহ করেছেন শান্ত। তিন ম্যাচের ভেতর দুই ম্যাচেই শান্তকে আউট করতে পারনি কোনো ইংলিশ বোলার।

চট্টগ্রামে প্রথম ম্যাচে ৫১ রান করে ম্যাচসেরা হয়েছিলেন, ঢাকায় দ্বিতীয় ম্যাচে ম্যাচ জেতানো অপরাজিত ৪৬ রানের ইনিংসের পর আজ তৃতীয় ম্যাচেও করেছেন হার না মানা ৪৭ রান। শান্তর ব্যাট থেকে রান এসেছে ১২৭.৪৩ স্ট্রাইকরেটে।

কদিন আগেও যেই শান্ত ছিলেন সবার সমালোচনার শীর্ষে সেই শান্তই তিন ম্যাচেই দলের জয়ে বড় অবদান রেখে সিরিজসেরার পুরষ্কার নিজের করে নিলেন।

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন