শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নিজেকে এলিয়েন দাবি করা নগ্ন যুবক গ্রেফতার

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১১:১৮

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নগ্ন হয়ে রাস্তায় হাঁটার অভিযোগে ৪৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। লোকটি দাবি করেছিল, সে ভিন্ন জগত থেকে এসেছে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএস-১২ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ৮ মার্চ ফ্লোরিডার পাম বিচে ওই যুবককে নগ্ন অবস্থায় দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে। গ্রেফতারের পর ওই ব্যক্তি জানান, তিনি তার নাম বা জন্ম সাল জানেন না। 

স্থানীয় পুলিশ জানায়, তার কোনো মার্কিন রাষ্ট্রীয় পরিচয়পত্রও নেই। পরে জানা গেল ওই ব্যক্তির নাম জেসন স্মিথ। প্রথমে নিজেকে ভিন্ন জগতের বলে দাবি করা জেসন পরে পুলিশকে জানান, তিনি ওয়েস্ট পাম বিচের বাসিন্দা। এ ঘটনায় জেসনের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। 

ইত্তেফাক/ডিএস

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন