বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

বাংলাওয়াশের পর ভনকে এক ভারতীয়র খোঁচা

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১১:০৭

ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম বারের মতো সিরিজ জিতেছে টাইগাররা। শুধু সিরিজ জিতেই থেমে থাকেনি ইংলিশদের হোয়াইটওয়াশও করেছে বাংলাদেশ। ইংল্যান্ডের এমন কঠিন সময়ে মুখে কুলুপ এটেছেন সেই দেশের সাবেক ক্রিকেটাররা। 

ইংল্যান্ডকে বাংলাওয়াশ করার পর পরই সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনকে খোঁচা দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর‍। ওয়াসিম জাফর‍ তার টুইটার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের অনুশীলন জার্সি পরা একটি ছবি পোস্ট করে মাইকেল ভনকে মেনশন করে লিখেন, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘হ্যালো মাইকেল ভন, অনেক দিন দেখা হচ্ছে না।’ 

ওয়াসিম জাফর‍ বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্বে রয়েছেন। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের সঙ্গে ওয়াসিম জাফরের কথার লড়াই অনেক পুরানো।  

 

ইত্তেফাক/জেডএইচ