স্পটিফাইয়ে গান শোনার ক্ষেত্রে জনরাভিত্তিক গান শোনার ওপরই নির্ভর করতে হয়। স্পটিফাইয়ে জনরা অনুসারে একবার বুঝে গেলে গান শোনা খুব সহজ হয়ে যায়। যদিও অনেকে ঠিক পদ্ধতিটাই জানেন না। গান শোনার জন্য স্পটিফাই খুবই অসাধারণ একটি প্লাটফর্ম। এখানে সবচেয়ে ভালো কোয়ালিটির অডিও ফাইলই স্ট্রিমিং সার্ভিস হিসেবে সংযুক্ত করে দেয়।
কিন্তু অনেক সময়ই দেখা যায় ঘুরেফিরে কয়েকটা গানই শোনা হচ্ছে। নতুন কোনো গানই শোনা হচ্ছে না। এই প্লাটফর্মে গান শোনার ক্ষেত্রে বৈচিত্র্য আনার জন্য কি কি পরামর্শ অনুসরণ করা জরুরি তা একবার ঘেঁটে দেখা যাক।
রেডিও চালু করুন
প্লেলিস্টে গানের সংকট যখন প্রবল তখন মোবাইলে রেডিও চালু করতে পারেন। রেডিওতে আস্তে আস্তে গান শুনে অবশ্য নতুন গানের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। এভাবে যে গানটি রেডিওতে বাজানো হয়েছে সেটি খুঁজে বের করুন। তাহলে প্লেলিস্টে লেখা বাড়বে।
এনহেন্স বাটন ব্যবহার করুন
রেডিও ব্যবহার করে প্লেলিস্ট বাড়াতেই পারেন। কিন্তু এনহেন্স বাটন ব্যবহার করলে আরও দ্রুত প্লেলিস্টে গানের সংখ্যা বাড়বে। যেকোনো প্লেলিস্টে একটা বাটন পাবেন সেখানে দুটো স্টার আছে একদম উপরের কোনায়। এখানে স্পটিফাই অনেক নতুন গানও সাজেশানে দিয়ে থাকে। তাই প্লেলিস্ট বড় হবে।
হোম স্ক্রিনের সাজেশান ঘাটুন
হোম স্ক্রিনে প্রায়শই সাজেশান আসে। স্পটিফাইয়ের অ্যালগরিদম আপনার পছন্দের ভিত্তিতে সাজেশান দিয়ে থাকে। ফলে তারাও প্লেলিস্ট সাজিয়ে দেয়। দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে আপনার প্রিয় শিল্পী বা কোনো উৎসবের গানও পেয়ে যেতে পারেন।
রিলিজ রাডার
যদি সাম্প্রতিক গানগুলো সম্পর্কে জানতেই চান তাহলে রিলিজ রাডার থেকে প্লেলিস্ট ভারি করার সুযোগ আছে। প্রতি সপ্তাহের শেষদিন অর্থাৎ শুক্রবার ৩০ টা নতুন গান রিলিজ রাডারে যুক্ত হয়। সেখানে আপনার পছন্দের ভিত্তিতেই প্লেলিস্ট সাজাতে পারবেন। কারণ স্পটিফাই অ্যালগরিদম আপনার পছন্দের ভিত্তিতেই গান দিয়ে থাকে। আপনাকে শুধু ইচ্ছা রাখতে হবে। এইতো।