বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইউনিয়ন পরিষদের দুই শতাধিক সূর্যমুখী গাছ কাটলো দুর্বৃত্তরা

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৫:৪৬

রায়পুর উপজেলার ৯ নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদের দুই শতাধিক সূর্যমুখী ফুল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৫ মার্চ) মধ্যরাতে পরিষদ প্রাঙ্গণের বাগান থেকে গাছগুলো কাটা হয়। এ ঘটনায় বুধবার সকালে ইউনিয়ন চেয়ারম্যান হাওলাদার নুরে আলম জিকু বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় অভিযোগ দিয়েছেন।

ইউনিয়ন পরিষদের দুই শতাধিক সূর্যমুখী ফুল গাছ কেটেছে দুর্বৃত্তরা। ছবি: ইত্তেফাক

নুরে আলম জিকু জানান, তিনি উপজেলা কৃষি অফিস থেকে প্রদর্শনীর জন্য প্রায় ৫০ হাজার টাকা খরচ করে পরিষদের পরিত্যক্ত জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেন। রাত ১১টা থেকে ৩টার মধ্যে কোনো এক সময় দুই শতাধিক সূর্যমুখী ফুল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ইউপি চেয়ারম্যানের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এসকে