বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

বালুখালী ক্যাম্পে গুলিবিদ্ধ রোহিঙ্গা স্বেচ্ছাসেবকের লাশ উদ্ধার

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৬:২৩

কক্সবাজারের উখিয়ায় গুলিবিদ্ধ রোহিঙ্গা স্বেচ্ছাসেবকের লাশ উদ্ধার করা হয়েছে।  বুধবার (১৫ মার্চ) ভোরে বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তার  লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মোহাম্মদ রশিদ (৩৫) একই ক্যাম্পের বাসিন্দা ও ক্যাম্পের স্বেচ্ছাসেবক।

উখিয়া থানা ওসি শেখ মো. আলী জানান, ক্যাম্পের একটি এনজিও অফিস এলাকায় রাতে পাহারা শেষ করে ভোরে তার নিজ শেডে যাওয়ার সময় রশিদকে সন্ত্রাসীরা ঘটনাস্থলে নিয়ে যায়। পরে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে লা ফেলে রেখে চলে গেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

কয়েক মাস ধরে ক্যাম্পে একাধিক মাঝি, সাব মাঝি ও স্বেচ্ছাসেবকসহ সাধারণ রোহিঙ্গা হত্যাকাণ্ড ঘটেছে।  এতে করে সাধারণ রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

ইত্তেফাক/আরএজে