সমকালীন ১০ কবির কবিতা নিয়ে ‘কবিকণ্ঠে কবিতা’ পাঠ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত কবি হিসেবে কবিতা পাঠ করেন কবি শামস আল মমীন, কবি জুয়েল মাজহার, কবি শিহাব শাহরিয়ার, কবি চঞ্চল আশরাফ, কবি শোয়াইব জিবরান, কবি মাহবুব আজীজ, কবি ভাগ্যধন বড়ুয়া, কবি ফরিদা ইসলাম সুমী, কবি সোহেল হাসান গালিব ও কবি ফারুক সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী মাহিনুর মুমু।
প্রসঙ্গত, কবি শামস আল মমীন এবং কবি শিহাব শাহরিয়ার যৌথভাবে দীর্ঘদিন ধরে কবিতা পাঠের আয়োজন করে আসছে। তাদের কবিতাবিষয়ক যৌথযাত্রার অংশ হিসেবে এই আয়োজন।
কবি শিহাব শাহরিয়ার বলেন, আমরা নিয়মিত এই আয়োজন করছি। একজন কবি তার কবিতার অন্তর্নিহিত ভাব সবচেয়ে বেশি অনুভব করেন। ফলে কবি কণ্ঠে কবিতা পাঠ শুনতে চান অনেকই। সমকালীন কবিদের নিয়ে তাই আমাদের এই আয়োজন।