বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

করতোয়া নদীতে নৌকাডুবি

৬ মাস পর নৌ মন্ত্রণালয়ের মামলা, গ্রেপ্তার ২

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ২১:৫৪

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় ঢাকার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ঘাট ইজারাদার ও দুই মাঝিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নৌ পরিবহন অধিদপ্তরের মুখ্য পরিদর্শক শফিকুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। বোদা থানার ওসি সুজয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলেন ঘাট ইজারাদার আব্দুল জব্বার, মাঝি বাচ্চু মিয়া ও রবিউল ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, আসামিদের বিরুদ্ধে নৌযানের আকার বিবেচনায় ধারণ ক্ষমতার বেশি যাত্রী বহন, বৈধ রেজিস্ট্রেশন ও সার্ভে সনদ না থাকা, সনদ ধারী মাস্টার, সুকানি, চালক, ড্রাইভার ও গ্রীজার না রেখে নৌযান চালানো, জীবন রক্ষাকারী নিরাপত্তা সরঞ্জাম না রাখা এবং চালকের অদক্ষতা দায়ী করা হয়। 

বোদা থানার ওসি সুজয় কুমার রায় বলেন, ঘাট ইজারাদার আব্দুল জব্বার ও ঘাটের মাঝি (নৌকা চালক) বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানিউল কাদের বলেন, জেলা পরিষদের পক্ষ থেকেও মামলা করা হবে। ইতিমধ্যে ঘাটের ইজারা বাতিল করা হয়েছে। 

গত বছরের ২৫ সেপ্টেম্বর পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়ার ঘাট এলাকার করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় ৭১ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের তদন্তের ভিত্তিতে ৬ মাস পর মামলা করা হয়।

ইত্তেফাক/পিও