শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

সুইস কেন্দ্রীয় ব্যাংক থেকে বড় ঋণ নিচ্ছে ক্রেডিট সুইস

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১২:৫৫

সুইজারল্যান্ডের বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক ক্রেডিট সুইস জানিয়েছে, তারা সুইস ন্যাশনাল ব্যাংক থেকে বড় ধরনের ঋণ নিচ্ছে। বিশ্বব্যাংকের অংশীদার গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংক ক্রেডিট সুইস বৃহস্পতিবার (১৬ মার্চ) ঘোষণা করেছে, তারা তাদের অর্থায়নের জন্য সুইস ব্যাংক থেকে ৫০ বিলিয়ন বা ৫৪ বিলিয়ন ডলার ধার নিতে যাচ্ছে। খবর বিবিসির।

ব্যাঙ্ক নিয়ন্ত্রকেরা জানিয়েছেন, তারা প্রয়োজনে সমস্যাগ্রস্ত ব্যাংকিং জায়ান্টদের সাহায্য করার জন্য পদক্ষেপ নিতে প্রস্তুত। মার্কিন সিলিকন ভ্যালি ব্যাংকের পতনের পর সারা বিশ্বের বিনিয়োগকারীরা খুবই উদ্বিগ্ন। ক্রেডিট সুইসের পরিস্থিতি ইতোমধ্যে, একটি বিস্তৃত ব্যাংকিং সংকটের বিনিয়োগকারীদের ভয়কে তীব্র করেছে।

সুইস ন্যাশনাল ব্যাংক

বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক তাদের আর্থিক প্রতিবেদনে দুর্বলতা উল্লেখ করার পরে বুধবার (১৫ মার্চ) অন্যান্য ব্যাংকের শেয়ার ২৪ শতাংশ কমেছে। ফলে শেয়ারবাজারে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ক্রেডিট সুইস ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা উলরিচ কোরনার একটি বিবৃতিতে বলেছেন, 'আমার দল ও আমি ক্লায়েন্টের চাহিদার উপর ফোকাস করে এমন ব্যাংকিং সুবিধা প্রদানের জন্য এগিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।'

 ক্রেডিট সুইস ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা উলরিচ কোরনার

এদিকে, সুইস ন্যাশনাল ব্যাংক ও সুইস ফাইন্যান্সিয়াল মার্কেট সুপারভাইজরি অথরিটি জানিয়েছে, তারা প্রয়োজনে ক্রেডিট সুইসকে সাহায্য করতে প্রস্তুত। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, সুইজারল্যান্ডের বড় ব্যাংকগুলো বিনিয়োগকারীদের ভীত অবস্থাকে শান্ত করার চেষ্টা করছে।

ইত্তেফাক/ডিএস