বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৬:২৬

সিলেটে ১৮ মার্চ এক দিনের ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজ। বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে ম্যাচের টিকিটের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) এক বিবৃতিতে দিয়ে টিকিটের ঘোষণা করে বিসিবি। সর্বোচ্চ ১৫০০ ও সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার এক দিনের ম্যাচ। গ্রান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ১৫০০ টাকা, ক্লাব হাউজের টিকিটের দাম ৫০০ টাকা, ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা। আর ওয়েস্টার্ন ও গ্রীন হিল এরিয়ার টিকিটের দাম ২০০ টাকা। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান গেট ও সিলেট জেলা স্টেডিয়ামের প্রধান গেট থেকে টিকিট কিনতে পারবেন দর্শকরা। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যে সাড়ে ৯টা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে। 

 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন