বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

যত্নে থাকুক শখের নখ

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১১:৫২

লম্বা নখ রাখতে যে কোন নারীই পছন্দ করেন। কিন্তু অনেক সময় দেখা যায়, একটু বড় হবার পরই নখ ভেঙ্গে যায়। যার জন্য বাকি নখগুলোও কেটে ফেলতে হয়। নখের যত্ন নিয়ে কিছু পরামর্শ দিয়েছেন পন্নিস আর্টিস এর  ওনার এবং বিউটি কনসাল্টন্সে পন্নি খান। যা মেনে চললে নখ থাকবে মজবুত এবং বাড়বেও তাড়াতাড়ি। চলুন জেনে নেই সে সম্পর্কে-

লেবুর রস এর ব্যবহার
ভিটামিন সি নখ বড় হতে সাহায্য করে। প্রতিদিন অন্তত একবার হাত ও পায়ের নখ পাঁচ মিনিট লেবু দিয়ে ঘষুন। এরপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি নখ বৃদ্ধিতে সাহায্য করবে। নখকে পরিষ্কার এবং ব্যাকটেরিয়া মুক্ত রাখবে।

নারিকেল তেল
নারিকেল তেল গরম করে নখ ম্যাসাজ করুন। এতে ভিটামিন ই থাকে। এই তেলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ঘুমানোর আগে নারকেল তেল দিয়ে নখ ম্যাসাজ করুন। কিছুদিন পর আপনি নিজেই পার্থক্য দেখবেন।

কমলার রস
কমলা কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এটি নখের বৃদ্ধিতে সাহায্য করে। নখের প্রাণশক্তি বাড়ায়। কমলার রসে ১০ মিনিট নখ ভিজিয়ে রাখুন। এরপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। কাঙ্ক্ষিত ফলাফলের জন্য দিনে অন্তত একবার এটি করার চেষ্টা করুন।

জলপাই তেল
জলপাই তেল নখের শুষ্কতা দূর করে। নখের ভিতরের স্তরে পৌঁছায়। নখকে প্রশমিত করে। এই তেল রক্ত সঞ্চালনেও সাহায্য করে। নখের বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে। ভার্জিন অলিভ অয়েল গরম করে প্রায় পাঁচ মিনিট নখে ম্যাসাজ করে সারারাত রেখে দিন।

নেইল আর্ট
নেইল আর্ট, জেল এবং অ্যাক্রিলিক নখগুলো দেখতে বেশ আকর্ষণীয় লাগে। কিন্তু এগুলো নখের বৃদ্ধিতে বাধা দেয়। নখের গুণমান নষ্ট করে। তাই নিয়মিত নেইল আর্ট করা থেকে বিরত থাকুন।

ইত্তেফাক/পিএস/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন