স্কুল কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালার আয়োজন করেছিল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর ঢাকা মেট্রো-৩ সার্কেল।বৃহস্পতিবার (১৬ মার্চ ২০২৩) সকালে রাজধানীর উত্তরায় রাজউক উত্তরা মডেল কলেজে কর্মশালার আয়োজন করা হয়।
বক্তারা বলেন, সড়কে দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য প্রচার-প্রচারণা অব্যাহত রাখতে হবে। স্কুল-কলেজে প্রতিদিনের সমাবেশে সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা করা জরুরি। শিক্ষকরা এ বিষয়ে ট্রাফিক পুলিশের সহযোগিতাও নিতে পারেন।বক্তারা আরও বলেন, ডানে-বামে না দেখে হঠাৎ দৌড়ে রাস্তা পারাপার থেকে বিরত থাকতে হবে। রাস্তায় হাঁটার সময় মোবাইল ও হেডফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। সড়ক পরিবহণ আইন, ট্রাফিক সাইন, রোডসাইন জেনে গাড়ি চালালে দুর্ঘটনা অনেকটা হ্রাস পাবে।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-৩ এর উপ-পরিচালক কাজী মো. মোরছালিন, সহকারী পরিচালক লিটন বিশ্বাস, উত্তরা জোনের ট্রাফিক পরিদর্শকসহ বিআরটিএ ও রাজউক উত্তরা মডেল কলেজের কর্মকর্তাবৃন্দ।