মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

সাড়ে ৪ বছরে ১০ ইউএনও রদবদল, জনগণের ভোগান্তি চরমে

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৮:৪৩

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে গত সাড়ে ৪ বছরে ১০ জনের রদবদল হয়েছে। এ উপজেলার এ পদটিতে স্থায়ীভাবে বর্তমানে কোনো কর্মকর্তা নেই। এতে সেবা নিতে আসা জনগণের ভোগান্তি ও অন্যান্য কর্মকাণ্ডে নানা জটিলতার সৃষ্টি হয়েছে।

২০১৮ সালের ১৯ আগস্ট হতে ২০২৩ সাল পর্যন্ত সাড়ে ৪ বছরে এ উপজেলায় ইউএনও হিসেবে ১০ জনের রদবদল হয়েছে। ৬ জন ইউএনও এ উপজেলা থেকে বদলি হয়ে অন্যত্র যোগদান করেন। ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন ৪ জন। ইউএনও হিসেবে একটি উপজেলায় বা কর্মস্থলে ২ বছর কর্মরত থাকার নিয়ম থাকলেও পাটগ্রামে তার ব্যতিক্রম। জেলার অন্যান্য উপজেলাগুলোতে একই সময়ে ২-৩ জন ইউএনও দায়িত্ব পালন করলেও পাটগ্রাম উপজেলা সেই নিয়ম মানা হয়নি। এ উপজেলায় অদৃশ্য চাপে ইউএনও টিকছেন না বলে সূত্রের দাবি। 

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলায় ২০১৮ সালের ১৯ আগস্ট ইউএনও হিসেবে আব্দুল করিম যোগদান করেন। এর ১ বছরের মধ্যে তার ঠাকুরগাঁওয়ের হরিপুরে বদলি হয়। ৪ মাস ২৫ দিন ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে পাটগ্রামের এসিল্যান্ড/উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার দেব শর্মা দায়িত্ব পালন করেন। এরপর ২০২০ সালের ১২ জানুয়ারি দিনাজপুরের নবাবগঞ্জ থেকে বদলি হয়ে আসেন মশিউর রহমান। তিনি ৬ মাস ২৪ দিন দায়িত্ব পালন করার পর চলে যান চাঁপাইনবাবগঞ্জের সোনাহাটে। পরবর্তীতে হাতীবান্ধা উপজেলার ইউএনও সামিউল আমিন ইউএনও হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। 

২০২০ সালের ১৬ আগস্ট কামরুন নাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে এখানে যোগ দেন। ৬ মাস ২৭ দিন পর বদলি হয়ে চলে যান জামালপুরে। তাই ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে পাটগ্রামের এসিল্যান্ড রুবেল রানাকে দায়িত্ব দেওয়া হয়। ২০২১ সালের ২১ মার্চ রামকৃষ্ণ বর্মণ ইউএনও হিসেবে যোগদেন। তিনিও ১ মাস ১৯ দিনের মধ্যে বদলি হয়ে চলে যান। ২০২১ সালের ৪মে ইউএনও হিসেবে যোগদেন সাইফুর রহমান। ১ বছর ১৫ দিনের মাথায় ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নীলফামারীতে বদলি হন সাইফুর রহমান। এরপর গাইবান্ধার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা নাজির হোসেনকে যোগদানের আদেশ দেওয়া হয়। তিনি চলে যান পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলায়। 

পরবর্তীতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর ইউএনও যোবায়ের হোসেনকে পাটগ্রামে বদলির আদেশ দেওয়া হলে তিনিও তদবির করে পাবলিক সার্ভিস কমিশনের রাজশাহী বিভাগের উপপরিচালক হিসেবে যোগ দেন। ২০২২ সালের ১৯ মে হতে ১২ সেপ্টেম্বর পর্যন্ত পাটগ্রামের ইউএনও হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন হাতীবান্ধার ইউএনও নাজির হোসেন। ২০২২ সালের ১২ সেপ্টেম্বর ইউএনও হিসেবে যোগদেন নাজমুল হক সুমন। যোগদানের ৩ মাস ১৫ দিনের পর তিনিও বদলি হয়ে চলে যান রংপুরের পীরগাছায়। বর্তমানে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে কর্মরত রয়েছেন পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মাহমুদুল হাসান। 
  
জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বলেন, ‘পাটগ্রামে ইউএনও নেই বিষয়টি জানা আছে। তবে এ বিষয়ে আমার কিছু করার নেই।

ইত্তেফাক/এবি/পিও