“সোরিয়াসিস কোন আতঙ্ক বা ছোঁয়াচে রোগ নয়, সঠিক ও নিয়মিত চিকিৎসায় ভালো হয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাবের উদ্যোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগে সোরিয়াসিস কর্নার’এর উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে কর্নারটি উদ্বোধন করেন বগুড়ার কৃতি সন্তান বরেণ্য চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌন রোগ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম মাইদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. রেজাউল আলম জুয়েল।
আরও উপস্থিত ছিলেন সোরিয়াসিস ক্লাবের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. শামিউল হক, সাধারণ সম্পাদক ডা. আবু হেনা চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মোহাম্মদ মুনির রশীদ, কার্য নির্বাহী সদস্য সহযোগী অধ্যাপক ডা. এটিএম আসাদুজ্জামান, ক্লাবের রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সম্পাদক আ. শামীম আল মামুন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. আব্দুল ওয়াদুদসহ চর্ম ও যৌন রোগ বিভাগ এবং অন্যান্য বিভাগসমূহের সকল চিকিৎসকবৃন্দ।
অনুষ্ঠানের সমন্বয়কারী ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. ছাইদুর রহমান।
এ কর্নারের মাধ্যমে উত্তরাঞ্চলের সোরিয়াসিস-এ আক্রান্ত রোগীরা ধারাবাহিকভাবে বিশেষায়িত ও আন্তর্জাতিক মানের উন্নত সেবা পাবেন। এ রোগ সম্পর্কে ব্যাপক ধারণা অর্জনের লক্ষ্যে কলেজের সামিয়া ইসলাম গ্যালারিতে চিকিৎসকদের জন্য একটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির অন্যতম সহযোগী ছিল ইউনিহেলথ এবং ইউনিডার্মা ফার্মাসিউটিক্যাল কোম্পানি।