রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পান্থের পরিবর্তে দিল্লির অধিনায়ক ওয়ার্নার

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৮:৪৯

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিবেন অস্ট্রেলিয়ার ব্যাটার ডেভিড ওয়ার্নার। গত বছরের শেষ দিকে মারাত্মক গাড়ি দুর্ঘটনার শিকার হন দিল্লির নিয়মিত অধিনায়ক ও ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্থ। ইনজুরির কারণে এ বছর সকল ধরনের ক্রিকেট থেকে ছিটকে পড়েছেন পান্থ।

দিল্লির প্রধান কোচ রিকি পন্টিং ও ঋষভ পান্থ।

এজন্য আসন্ন আইপিএল পান্থের জায়গায় দিল্লির অধিনায়কত্ব দেওয়া হয়েছে ওয়ার্নারকে। ওয়ার্নারের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন অক্ষর প্যাটেল। দিল্লির প্রধান কোচ রিকি পন্টিং ও দলের ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই অধিনায়ক করা হয়েছে ওয়ার্নারকে। এমনই প্রতিবেদন করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। দ্বিতীয়বারের মতো দিল্লিকে নেতৃত্ব দিতে যাচ্ছেন ওয়ার্নার। এর আগে ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে কয়েকটি ম্যাচে ভারপ্রাপ্ত হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ঐসময় দিল্লি ডেয়ারডেভিলস নামে ফ্র্যাঞ্চাইজি ছিল।

ডেভিড ওয়ার্নার

দিল্লি ছেড়ে ২০১৪ সালে সানরাইজার্স হায়দ্রাবাদে যোগ দেন ওয়ার্নার। এক বছর পরই দলটির অধিনায়ক হন তিনি। ২০১৬ সালে ওয়ার্নারের নেতৃত্বে শিরোপা জিতে হায়দ্রাবাদ। আইপিএলের ইতিহাসে যৌথভাবে পঞ্চম সেরা অধিনায়ক ওয়ার্নার। অধিনায়ক হিসেবে ৬৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৩৫টিতে জয়, ৩২টিতে হার এবং দু’টি ম্যাচ টাই হয় ওয়ার্নারের। ২০২২ সালে আইপিএলের মেগা নিলামে ৬ কোটি ২৫ লাখ রুপিতে ওয়ার্নারকে দলে নেয় দিল্লি।

ইত্তেফাক/জেডএইচ