দিনাজপুরের চিরিরবন্দরে ১ হাজার টাকার জন্য গলা কেটে হত্যা করেছে মিরাজ (১৫) নামে এক কিশোরকে। বুধবার (১৫ মার্চ) এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের দুই কিশোর বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। চিরিরবন্দর থানার ওসি মো. বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার দুই বন্ধু উপজেলার একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ১ বছর আগে নিহত মিরাজ অভিযুক্ত আসিফের কাছ থেকে ৩ হাজার টাকা ধার নেয়। এর মধ্যে ১ হাজার টাকা পরিশোধের বাকি থাকে। এ থেকে মনোমালিন্যের শুরু। এই টাকার জন্য পূর্ব পরিকল্পনা করে গত ১৪ মার্চ রাত ৯টার দিকে অভিযুক্ত আসিফ ফোন করে ডেকে নিয়ে যায় দুই বন্ধু ।
বাইসাইকেলে ঘুরতে যাওয়ার কথা বলে রাত ১০টার দিকে গছাহার এলাকায় পৌঁছালে মিরাজকে ছুরিকাঘাত করে বন্ধুরা । তখন মিরাজ সাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়লে মৃত্যু নিশ্চিতের জন্য পুনরায় তার গলায় ছুরিকাঘাত করে তারা। তারপর হত্যায় ব্যবহৃত ছুরি পাশের ভুট্টা ক্ষেতে ফেলে দিয়ে চলে আসে। মিরাজের মোবাইল ফোনটি বন্ধ করে তার বাড়িতে রেখে দেয়।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দু’জন হত্যার দায় স্বীকার করেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মিরাজের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।