শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য নিহত

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৯:২০

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় কাজল হোসেন (৪৪) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৫টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত কাজল হোসেন উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এবং সরদারপাড়া এলাকার সুন্নত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ মার্চ দুপুরে ইউপি সদস্য কাজল হোসেনের ভাতিজা ও তার সহযোগীরা একই এলাকার আব্দুল মাবুদের ছেলে সোহাগ ও তার ভাতিজা বিজয়কে মারধর করে। এ ঘটনা মীমাংসার জন্য কাজল  সেখানে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে আব্দুল মাবুদ ধারালো অস্ত্র দিয়ে কাজলকে কুপিয়ে আহত করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা কাজলকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতাল পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার সকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, বিরোধ মীমাংসার জন্য কাজল সেখানে গেলে প্রতিপক্ষের হামলায়  আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাতেই ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

ইত্তেফাক/এবি/পিও