বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাবিতে নিপীড়নবিরোধী শিক্ষক সমাজের মানববন্ধন

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৯:২৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষে দোষীদের শাস্তি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করেছে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের সামনে নিপীড়নবিরোধী শিক্ষকদের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়।

মানববন্ধন কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান, বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব, আরবী বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, রাকসু আন্দোলন মঞ্চের আহবায়ক আব্দুল মজিদ অন্তর ও সদস্য সচিব আমান উল্লাহ খান বক্তব্য দেন। 

এছাড়া কর্মসূচি সংহতি প্রকাশ করে কয়েকজন শিক্ষার্থী অংশ নেন। এ সময় বক্তারা শিক্ষার্থীদের বৈধ আবাসনের ব্যবস্থা, ক্যাম্পাসে ও বাইরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, নির্বাচনের মাধ্যমে রাকসু’র প্রতিনিধি নির্বাচন ও সংঘর্ষের সুষ্ঠু ও প্রভাবমুক্ত তদন্ত দাবি করেন।

ইত্তেফাক/পিও