ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন ব্যাটার এনামুল হক বিজয়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিজয়ের সেঞ্চুরিতে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১২৪ রানের বড় জয়ে এবারের আসর শুরু করেছে আবাহনী লিমিটেড।
গেল মৌসুমে ডিপিএলে ১১৩৮ রান করেছিলেন বিজয়। বৃহস্পতিবার (১৬ মার্চ) ১১৮ বলে ৬টি করে চার-ছক্কায় ১২৩ রান করেন বিজয়। তার ব্যাটিং নৈপুণ্যে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৭২ রানের পাহাড় গড়ে আবাহনী। জবাবে ৫০ ওভারে ৬ উইকেটে ২৪৮ রান করে ব্রাদার্স। ব্যাট হাতে আবাহনীকে উড়ন্ত সূচনা এনে দেন বিজয় ও মোহাম্মদ নাইম। ২৫ দশমিক ৩ ওভারে ১৫৭ রানের জুটি গড়েন তারা। ৭৪ বলে ৮৫ রান করা নাইমের আউটে উদ্বোধনী জুটি ভাঙ্গে। ১২টি চার ও ১টি ছক্কা মারেন নাইম।
মিডল-অর্ডারে ব্যাট হাতে রান পেয়েছেন আফিফ হোসেন ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন। আফিফ ৫টি চার ও ২টি ছক্কায় ৪৭ বলে ৬৫ ও মোসাদ্দেক ২৭ বলে ৬টি চার ও ১টি ছয়ে ৪৬ রান করেন। শেষ দিকে ক্যামিও ইনিংস খেলেন জাকের আলি। ৩টি ছক্কায় ১১ বলে অনবদ্য ২৬ রান করেন তিনি। জবাব দিতে নেমে ব্রাদার্সের হয়ে লড়াই করেন ওপেনার ও অধিনায়ক মিজানুর রহমান। তাকে মিডল-অর্ডারে সঙ্গ দেন মাইশুকুর রহমান।
সেঞ্চুরি তুলে ১০২ রানে আউট হন মিজানুর। ১১৬ বল খেলে ১১টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। ৯৯ বলে ৭৩ রানে আউট হন মাইশুকুর। তবে আবাহনীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত টার্গেট স্পর্শ করতে পারেনি ব্রাদার্স। রিপন মন্ডল ও তানভীর ইসলাম ২টি করে উইকেট নেন।