বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবসে ‘পিতৃছায়া’

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ০৬:৩০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশুদিবস উপলক্ষে চ্যানেল আই বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। 

সেই তালিকায় রয়েছে সঙ্গীতানুষ্ঠান, টেলিফিল্ম, আলোচনা অনুষ্ঠান। সকাল ৭টা ৩০ মিনিটে গান দিয়ে শুরুতে থাকছে রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার পরিবেশনায় বঙ্গবন্ধুর প্রিয় গান। বিকেল ৩টা ০৫ মিনিটে থাকছে মতিয়ারা বানু শুকুর রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘পিতৃছায়া’। বিকেল ৫টা ৪৫ মিনিটে রয়েছে ড. আতিউর রহমানের সঞ্চালনা এবং ইফতেখার মুনিমের পরিচালনায় বঙ্গবন্ধু সম্পর্কে দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিকের মূল্যবান বর্ণনা নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘নান্দনিক বঙ্গবন্ধু’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সরাসরি সম্প্রচার করা হবে ফেরদৌস আরা ও তার সুরসপ্তকের শিশু-কিশোরদের অংশগ্রহণে উচ্চাঙ্গ সংগীতের বিশেষ আয়োজন।

ইত্তেফাক/এমএএম