সিলেটে ওয়ানডে সিরিজ দিয়ে শনিবার (১৮ মার্চ) মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজ। ঘরের মাঠে সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। ঘরের মাঠে বাংলাদেশ ফেভারিট হলেও আয়ারল্যান্ডকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
শুক্রবার (১৭ মার্চ) ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে হাথুরুসিংহে বলেন, 'আয়ারল্যান্ড, খুব ভয়ঙ্কর। কোনোভাবেই সহজ প্রতিপক্ষ নয়। আমরা আয়ারল্যান্ড ক্রিকেট দলকে ইংল্যান্ডের মতো করেই সমীহ করছি। আমি নিশ্চিত করে বলতে পারি আপনার মতো করে চিন্তা করাটা কতটা ভুল হবে আমার ক্যারিয়ারের জন্য। আমরা আয়ারল্যন্ডকে মোটেও হালকাভাবে নিচ্ছি না।'
তিনি আরও বলেন, 'ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে প্রস্তুতি নিয়েছি তাদের বিপক্ষেও আমাদের মানসিকতা একই। আমরা তাদের সম্মান করছি। সঙ্গে এ-ও বলতে চাই আমরা কোনো দলকে ভয় পাই না। যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে এটাই আমাদের একমাত্র মন্ত্র। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো। আমরা যখন আমাদের সেরা ক্রিকেট খেলি তখন যে কোনো দলকেই হারাতে পারি।'