বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

চুলের যত্নে মেহেদি 

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ২২:৫৮

নিয়মিত ত্বকের যত্নের পাশাপাশি চুলের যত্নও নেওয়া জরুরি। তবে প্রতি দিন শ্যাম্পু করা মানেই কিন্তু চুলের যত্ন নেওয়া নয়। চুল ভাল রাখতে সপ্তাহে অন্তত এক দিন হলেও মেহেদি লাগানো উচিত। চুলের যত্নে মেহেদির উপকারিতা সম্পর্কে জানিয়েছেন পন্নিস আর্টিস এর মালিক এবং বিউটি কনসালটেন্ট পন্নি খান। চলুন জেনে নেই সে সম্পর্কে: 

বাহিরের ধুলো-ময়লা, দূষণে চুল অতিরিক্ত রুক্ষ হয়ে যায়। এ ছাড়া রাসায়নিক দ্রব্য মিশ্রিত প্রসাধনী ব্যবহারের ফলে চুল আরও রুক্ষ হয়ে পড়ে। চুল সুন্দর ও কোমল রাখতে এক্ষেত্রে মেহেদি খুব কার্যকরী। সপ্তাহে একবার মেহেদি আপনার চুল অনেকখানি কোমল রাখতে সাহায্য করবে পাশাপাশি চুলকে উজ্জ্বল করবে।

চুল পড়ার সমস্যা নিয়ে নাজেহাল অনেকেই। মূলত চুলের প্রয়োজনীয় পুষ্টি কমে গেলে এ সমস্যা হয়। বাইরে থেকে চুল চকচকে, মসৃণ হলেও চুলের গোড়া মজবুত আছে কি না, সে দিকে নজর রাখা প্রয়োজন। এ ক্ষেত্রে শ্যাম্পু, সিরামের বদলে মেহেদি কার্যকরী ভূমিকা পালন করে। সপ্তাহে অন্তত এক দিন হেনা করলে চুলের পুষ্টি ফিরে আসবে। চুল ভিতর থেকে মজবুত ও শক্তিশালী হয়ে উঠবে। চুল পড়ার পরিমাণও ধীরে ধীরে কমবে।

অতিরিক্ত চুল ঝরার আরও একটি কারণ হল খুশকি। চুল পড়ার সমস্যা আটকাতে তাই সবার আগে খুশকি কমানো প্রয়োজন। এর জন্য অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করার পরেও দেখা যায় বর্ষা বা শীতকাল আসতেই খুশকিতে ভরে যায় মাথা। এর অন্যতম একটি সমাধান হতে পারে মেহেদি। ১৫ দিনে অন্তত দুই বার মেহেদি করলে ভাল।

ইত্তেফাক/পিএস/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন