বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

রূপচর্চায় অ্যালোভেরা, হয়না অন্য তুলনা

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৬:৫৭

বাংলা নামটিই বোধহয় সবচেয়ে সুন্দর, ঘৃতকুমারী। নামটি থেকেই সহজে অনুমেয়, কুমারী নারীর রূপচর্চায় এই উপাদানের চাহিদা ছিল। সেটা অবশ্য অনুমানমাত্র। অ্যালোভেরার উৎপত্তি আজ থেকে প্রায় ৫৫০০ বছর আগে। এখন পৃথিবীর সবখানেই পাওয়া যায়। অ্যালোভেরার ব্যবহার যেমন স্বাস্থ্যের জন্যও উপকারী তেমনি রূপচর্চায়ও এর কদর কম নয়। রূপচর্চায় অ্যালোভেরার ব্যবহারগুলো সম্পর্কে অনেকেই জানেন না। শুধু ত্বকে মাখিয়ে ব্যবহারের কিছু পদ্ধতিই অনেকের জানা। তাদের সুবিধার্থেই আজকের এই লেখা। 

অ্যালোভেরার ব্যবহার রূপচর্চায়

  • রোদে পোড়া দাগ দূর করার জন্য অ্যালোভেরা কার্যকর। ক্যামিক্যাল সানস্ক্রিনের বদলে ত্বকে অ্যালোভেরা ব্যবহারে সুফল মিলবে। 
    অ্যালোভেরা নিয়মিত ত্বকে লাগালে ত্বকের জেল্লা বাড়ে। 
  • গরমে ব্রণ একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তখন ঠাণ্ডা পানি কিংবা বরফ থেরাপির ক্ষেত্রে অ্যালোভেরা প্রয়োগ করা যেতে পারে। 
  • চুল ঝরে পড়া সমস্যা আছে কিংবা চুল কম যাদের তারা প্রায়শই মাথায় ভিটামিন-ই ক্যাপসুল ব্যবহার করেন। তাদের জন্য এই
  • ক্যাপসুলের সঙ্গে অ্যালোভেরা মেশানোর পরামর্শ রইলো। আপনার মাথায় দ্রুতই চুল গজাতে শুরু করবে। 

  • অ্যালোভেরার রসের সঙ্গে সামান্য পরিমাণ চিনি মিশিয়ে নিন। ওই মিশ্রণ ঠোটে ঘষলে ঠোটে জমে থাকা মৃত কোষ দূর হবে। 
  • যাদের নখ ভেঙে যাওয়ার সমস্যা আছে তারা নখে অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। ভঙ্গুর নখের সমস্যা দূর করতে অ্যালোভেরার প্রয়োগ ভালো। 
  • পোড়া কিংবা ক্ষত দূর করার জন্য অয়েন্টমেন্টের থেকে অ্যালোভেরা বেশি নিরাপদ। 
  • শরীরের ভাঁজে অনেক সময় কালো দাগ হয়। এই কালো দাগের জায়গায় অ্যালোভেরার নির্যাস লাগালে আস্তে আস্তে ত্বক তার স্বাভাবিক রঙ ফিরে পায়।  
ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন