শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

হাজারো মানুষের পদচারণায় বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৮:৪৪

শরীয়তপুরে হাজারো মানুষের অংশগ্রহণে জাতির জনক বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। 

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইকবাল হোসেন অপুর নেতৃত্বে জেলা আওয়ামী লীগের সহযোগীতায় জেলা শহরে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। 

এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতারা অংশ নেন। পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। র‍্যালি শেষে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন মো. ইকবাল হোসেন অপু। 

এর আগে দিবস উপলক্ষে ১৭ মার্চের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে জেলা শহরের জিরো পয়েন্টে জাতির পিতার ম্যুরালে ১০৩টি মোমবাতি প্রজ্জলন, কেককাটা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মধ্যদিয়ে জন্মদিন পালনের কার্যক্রম শুরু হয়। 

এরপর সকাল ৮ টায় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে জাতির পিতার প্রতিকৃতিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা আওয়ামী লীগ, জেলা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে- বঙ্গবন্ধুর ঐহিহাসিক ৭ মার্চের ভাষণ উপস্থাপন, শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কিত রচনা প্রতিযোগিতা, শিক্ষার্থীদের নান্দনিক হাতের লেখা প্রতিযোগিতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ইত্তেফাক/এমএএম