বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

প্রথম ওয়ানডেতে থাকছেন তামিম

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১১:৪২

সিলেট স্টেডিয়াম ব্যাটিং প্র্যাকটিস করেছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার (১৭ মার্চ) মাঠের অনুশীলনে তাকে দেখা গিয়েছে। তার যে কোন সমস্যা রয়েছে সেটা দেখে বোঝার উপায় ছিলো না।

তবে, বিকেলে গুঞ্জন উঠে, আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে থাকবেন না তিনি। তবে কি তামিম ইকবাল সত্যিই প্রথম ওয়ানডে ম্যাচ খেলবেন না? নাকি দলের ভার অন্য কেউ কাঁধে নিবেন?  

তামিমের সর্বশেষ অবস্থা সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘তামিম ইকবালের একটু শরীর ব্যথা। গা ম্যাজমেজ ভাব। তবে জ্বর নেই।’

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে তামিমের খেলার সম্ভাবনা কতটুকু? এই প্রসঙ্গে বিসিবি প্রধান চিকিৎসক বলেন, ‘এমনিতে জ্বর নেই। তবে আমরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সবই করেছি। তাতে কোনো সমস্যা ধরা পড়েনি। চিকিৎসক হিসেবে যদি বলি, তামিম ইকবালের কোনো সমস্যা নেই, সে চাইলে খেলতে পারবে।’ অন্যদিকে একটি সূত্র নিশ্চিত করেছেন, তামিম আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলবেন।

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন