বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

এমএলএসের সঙ্গে টিকটকের চুক্তি

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৩:২৫

টিকটক বহুদিন ধরেই নানা বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে শুরু করেছে। তারা ইতোমধ্যে নামিদামি অনেক কোম্পানির সঙ্গে চুক্তি করে ফেলেছে। এবার টিকটক মেজর লিগ সকার (এমএলএস) এর সঙ্গে জোট বাঁধতে চলেছে। 

মূলত এমএলএস-এর গেম ব্যবহারকারীদের ভেড়াতেই এই চুক্তি করা হয়েছে বলে ধারণা করছেন অনেকে। বিশ্বের বিভিন্ন প্রান্তেই এমএলএসের অনেক ভক্ত রয়েছে। তারা এখন টিকটকে এমএলএস হাবের মাধ্যমে নানা আপডেট, স্কোরকার্ড জানার সুযোগ পাবেন। মূলত টিকটকে ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত কন্টেন্ট বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

শুধু তাই নয়, টিকটক এজন্য একটি আলাদা স্পেসই তৈরি করে দিয়েছে। খেলার জন্য একটি আলাদা ফিড বানানোর বিষয়টি ইতোমধ্যে অনেকের কাছে গ্রহনযোগ্যতা পেয়েছে। তবে এই চুক্তি ফুটবলপ্রেমীদের জন্য আরও বড় আনন্দের কারণ হয়ে উঠতে পারে। টিকটক আপাতত এমএলএসের ই-স্পোর্ট ইভেন্ট স্পন্সরের পাশাপাশি খেলারও স্পন্সর হিসেবে থাকবে। 

সূত্র: টেকক্রাঞ্চ

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন