শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এবার ভ্যারিফাইড সার্ভিসের জন্য মূল্য নির্ধারণ করেছে মেটা

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৮:২৬

মেটার ভ্যারিফাইড ব্লু ব্যাজ সার্ভিস সর্বপ্রথম অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চালু করা হয়। তারপর আস্তে আস্তে অন্যান্য দেশেও এই সুবিধা চালু করা হয়েছে। ১৭ মার্চ মেটা যুক্তরাষ্ট্রেও এই সুবিধা চালু করেছে। 

নিজের পেজ বা অ্যাকাউন্ট জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ভ্যারিফাই করে সহজেই অ্যাকাউন্টের পাশে ব্লু ব্যাজ ব্যবহার করতে পারবেন সবাই। এজন্য অবশ্য ১১ দশমিক ৯৯ ডলার খরচ করতে হবে। মূলত বিজ্ঞাপন বাদেও কোম্পানিটি আয়ের পদ্ধতি হিসেবে এই ব্যবস্থা চালু করেছে। মূলত স্ন্যাপচ্যাট এবং টেলিগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের মতো পথ অনুসরণ করতে চাচ্ছে মেটা। 

অবশ্য কদিন আগে টুইটারও এই পদ্ধতি ব্যবহার করছে। এত মূল্যমান নির্ধারণের বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মতামত থাকলেও এটিই যে সামনের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমের আয়ের পদ্ধতি হতে চলেছে তা আন্দাজ করা যায়। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন