বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ক্রোম ছাড়াও যেসব ব্রাউজার ডাটা নিরাপত্তা দেয় 

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৩:৪১

অনেকেই আছেন যারা ক্রোমের ডাটা নেওয়ার বিষয়টি পছন্দ করেন না। গুগল আপনার ডাটা সংগ্রহ করে আপনাকে বিজ্ঞাপন দেখাবে সেটা ভালো কিছু হতে পারে না। সেজন্যই ক্রোমের বদলে অন্য ব্রাউজারে চলে যেতে পারেন। তবে কোন ব্রাউজার আপনার ডাটা নিরাপত্তা দেবে? চলুন দেখে নেই :

ফায়ারফক্স মজিলা

ফায়ারফক্স ব্রাউজার এখন অনেকেরই পছন্দের ব্রাউজার। এই ব্রাউজারটিতে বিজ্ঞাপন বা অন্য কোনো ডাটা ব্রিচের সমস্যা নেই বলে অনেকে ক্রোমের বদলে ফায়ারফক্স ব্যবহার করতে পছন্দ করে। কারণ এই ব্রাউজারটি অন্তত ২০০০ এর বেশি ট্র‍্যাকার বন্ধ করতে পারে। 

ডাক ডাক গো

ডাক ডাক গো ব্রাউজার মূলত একটি সার্চ ইঞ্জিনের ভিত্তিতে পরিচালিত। এই ব্রাউজারেও ট্র‍্যাকার ও কুকি থামানোর ব্যবস্থা আছে। তাই আপনার ডাটা চুরি হওয়ার সম্ভাবনা কম। 

ব্রেভ ব্রাউজার

আপনি যদি বহুদিন ধরে ক্রোম ব্যবহার করে থাকেন তাহলে ব্রেভ ব্রাউজার আপনার জন্য একটি ভালো প্রতিপূরক। এই ব্রাউজারটি অনেকটা ক্রোমের মতোই। তবে ব্রাউজারটির আগাগোড়াই প্রাইভেসি নিশ্চিত করার জন্য বানানো। তাই ট্র‍্যাকার কিংবা ডাটা চুরির ভয় নেই। আর ব্যবহার করতে গিয়েও ঝামেলা হবে না। 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন