বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

আইশ্যাডোর সঠিক ব্যবহার

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৪:৫২

নিপুণভাবে আইশ্যাডো লাগানোর প্রক্রিয়া এতটাও সহজ নয়। কি ধরনের ব্রাশ ব্যবহার করবেন? কেমন প্যালেট প্রয়োজন? এসব প্রশ্নের উত্তর তো জানা জরুরি। এজন্য অবশ্য কিছু পরামর্শ অনুসরণ করা জরুরি। আইশ্যাডো দেয়ার ক্ষেত্রে নিম্নোক্ত পরামর্শ অনুসরণ করতে পারেন:

সবসময় প্রাইমার ব্যবহার করুন
আইশ্যাডো প্রাইমার আপনার চেহারাকে ক্যানভাসে পরিণত করতে পারে। এই জিনিসটি ব্যবহার করায় আইশ্যাডো ও ত্বকের প্রাকৃতিক তেলের মধ্যবর্তী একটা লেয়ার হিসেবে কাজ করে। সেজন্য প্রাইমার ব্যবহার করা জরুরি।

চোখের ন্যাচারাল রঙের সৌন্দর্য বাড়ান
এমন একটি আইশ্যাডো খুঁজে বের করুন যেটা আপনার চোখের প্রাকৃতিক রঙকে আরও সুন্দর করে তোলে। এজন্য উপযুক্ত রঙ খুঁজে বের করা জরুরি। কাজটির জন্য আপনাকে পরীক্ষা-নিরীক্ষা চালাতেই হবে। তবে একবার ধরন বুঝে গেলে আর সমস্যা হবে না। নীলরঙের চোখের ক্ষেত্রে ধূসর বা হালকা ধাতব রঙ বেছে নিতে পারেন। সবুজ চোখের জন্য সবুজাভ রঙগুলো ভালো দেখায়। আর বাদামি কিংবা কালো চোখে প্রায় সব ধরনের শেডই ভালো মানায়।

আপনার চোখের আকৃতি বুঝুন
আপনার চোখের শেপ কেমন? এটুকু না জানলে তো আর চোখে শেড দেওয়ার সুবিধা পাবেন না। শেড দেওয়া একটা টেকনিক। এই টেকনিক আপনার স্বাভাবিক সৌন্দর্যকে আরও বাড়াতে সাহায্য করে।

প্যালেট সম্পর্কে ভালো জ্ঞান রাখুন
আপনার আইশ্যাডো প্যালেট কেমন হবে তা জানা জরুরি। কি ধরনের রঙ নিয়ে কাজ করলে ভালো হবে সেটুকু বোঝা চাই। হালকা রঙ থেকে শুরু করে গাঢ় রঙ সম্পর্কে বিশদ জেনে নিন। অনলাইনেই অনেক তথ্য পাবেন। ইউটিউবেও এ বিষয়ে অনেক টিউটোরিয়াল আছে। চোখের কোন অংশে কেমন রঙ ব্যবহার করবেন সেটা বোঝা তখন সহজ হবে।

ব্লেন্ড ব্লেন্ড আর ব্লেন্ড
আইশ্যাডো ব্যবহারের আগে রঙ ব্লেন্ড করতে হবে। সঠিকভাবে ব্লেন্ড করতে পারলে আপনাকে দেখতেও দারুণ লাগবে। একাধিক রঙ ব্যবহারের ক্ষেত্রে ব্লেন্ডিং এর প্রয়োগ করতে পারেন।

উপযুক্ত ব্রাশ ব্যবহারে সমাধান
চোখের কোন অংশটিতে কী ধরনের ব্রাশ ব্যবহার করবেন তা খুবই জরুরি ভাবনা। ব্রাশ সঠিকভাবে ব্যবহার করে রঙ চোখের নিচে ব্লেন্ড করে নিতে হবে। যদি তা ব্লেন্ড না হয় তাহলে দেখতে ভালো লাগবে না। 

সূত্র: মেকাপ ডটকম

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন