ওয়ানডে ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার (১৮ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ।
সাত হাজার থেকে ২৪ রান দূরে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামে সাকিব। ইনিংসের দশম ওভারে দলীয় ৪৯ রানে ৩১ বলে ২৬ রান করে সাজঘরে ফিরে যান লিটন। এরপর ক্রিজে আসেন সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে ২৪ রান করে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব।
২০০৬ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় সাকিবের। এরপর দেশের হয়ে এখন পর্যন্ত ২২৮ ম্যাচ খেলে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব।