সবশেষ বিপিএলে আলো ছড়িয়েছেন ব্যাটে। জাতীয় দলে ডাক পাওয়াটা অনুমিতই ছিলো, ইংল্যান্ডের বিপক্ষে ডাক পেয়েছিলেন ওয়ানডে আর টি-টোয়েন্টিতে। ওয়ানডেতে অভিষেক না হলেও টি-টোয়েন্টির জার্সি গায়ে মাঠে নামা হয়ে গেছে তৌহিদ হৃদয়ের। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই জাতীয় দলের জার্সিতে ওয়ানডে অভিষেকও হয়ে গেলো হৃদয়ের। আর অভিষেকেই দুর্দান্ত এক ফিফটি হাঁকিয়ে কি দারুণভাবেই না স্মরণীয় করে রাখলেন দিনটি।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা চাপেই পড়ে গিয়েছিল টাইগার বাহিনী। তবে চতুর্থ উইকেট জুটিতে অভিষিক্ত হৃদয়কে নিয়ে দুর্দান্ত এক জুটি গড়েন সাকিব আল হাসান।
৫৫ বল খেলে নিজের অভিষেকেই ফিফটি তুলে নেন বিপিএল মাতানো হৃদয়। ইংল্যান্ড সিরিজে স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি হৃদয়ের। তিবে আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচেই লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামলেন হৃদয়, নেমেই নিজের চেনা ছন্দে তুলে নিলেন ফিফটি।
বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ১৪০তম ক্রিকেটার হৃদয়। মাঠে নামার আগে মারকুটে এই ব্যাটারকে ওয়ানডে ক্যাপ পরিয়ে দেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।