বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

গ্রেপ্তার মাহিয়া মাহিকে নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৭:১৬

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। মাহির গ্রেপ্তার প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মাহিয়া মাহিকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি শুনেছি গাজীপুরের কমিশনার মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে মাহি কিছু বক্তব্য দিয়েছেন। এজন্য মামলা হয়েছে। আমি সব কিছু জানি না, শুনেছি।’

শনিবার দুপুরের দিকে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

ছবি: সংগৃহীত

মাহিয়া মাহির শোরুম দখলের অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত হবে কিনা? এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন একটা অভিযোগ আসে তখন তদন্ত করতে হয়। তদন্তে সব কিছু বেরিয়ে আসবে। মাহির বক্তব্য সঠিক কি না, কিংবা পুলিশ যেটা করেছে সেটি সঠিক কি না, তা তদন্তে বেরিয়ে আসবে।

ইত্তেফাক/বিএএফ