মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

‘কসবা রেলস্টেশন ও রেলসেতু দু’দেশের জন্যই ভালো’

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৯:১৭

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেলস্টেশন ও সালদা নদীতে রেলসেতু নির্মাণ কাজ বার বার বন্ধ হলেও আর বন্ধ হবে না। নির্মাণ কাজ নির্দিষ্ট সময়ের আগেই শেষ হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। 

শনিবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে আখাউড়া-লাকসাম রেলপথ নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

পররাষ্ট্র সচিব বলেন, সম্প্রতি সমস্যাগুলো সমাধান করে রেলওয়ে স্টেশন ও সালদা রেলসেতুর নির্মাণ কাজ পুনরায় শুরু হয়েছে। গত ৭ দিন ধরে পুরোদমে কাজ চলছে। ভারতের সঙ্গে আমাদের যে যোগাযোগ রয়েছে তা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্সপেক্টর জেনারেল অব মিশন আসাদ আলম সিয়াম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (সাউথ এশিয়া) রকিবুল হক, ট্যাক্স কমিশনার মাসুদ কামাল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক জাহাঙ্গীর আলম, জুবায়েদ  হোসেন, বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা, ৬০ বিজিবির অধিনায়ক (সিও) লে. কর্ণেল  আশিক হাসান উল্লাহ, প্রকল্প পরিচালক মো. সুবক্তগীন, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমিমুল এহসান খান, কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব সরকারসহ আরও অনেকে। 

এর আগে ২০২০ সালের ৯ সেপ্টেম্বর সীমান্তের শূন্য রেখার ১৫০ গজের ভেতর কাজ হচ্ছে, এমন অজুহাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বাধায় কসবা রেলস্টেশন ও সালদা রেলসেতুর নির্মাণকাজ বন্ধ হয়ে গিয়েছিল। উচ্চপর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক গত ১২ মার্চ পুনরায় এ প্রকল্পের কাজ শুরু হয়েছে।

ইত্তেফাক/এবি/পিও