বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের মালিক হলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডে ইতিহাসে ব্যাট হাতে ৭ হাজার রান ও বল হাতে ৩০০ উইকেট শিকার করা তৃতীয় ক্রিকেটার সাকিব।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ৯৩ রানের ইনিংস খেলেন সাকিব। এই ইনিংসের মাধ্যমে ওয়ানডেতে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে বোলার হিসেবে ৩০০ উইকেট পূর্ণ করেছিলেন সাকিব।
সাকিবের আগে ওয়ানডেতে ৭ হাজার ও ৩০০ উইকেট শিকার করেছেন শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া ও পাকিস্তানের শহীদ আফ্রিদি।
৪৪৫ ম্যাচে জয়সুরিয়া করেছেন ১৩৪৩০ রান ও নিয়েছেন ৩২৩ উইকেট। আর ৩৯৮ ম্যাচে ৮০৬৪ রান ও ৩৯৫ উইকেট আছে আফ্রিদির। ২২৮ ম্যাচ খেলে ৭ হাজার ও ৩০০ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করেন সাকিব।
তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান করেন সাকিব। ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তামিম খেলেছেন ২০৪ ইনিংস। সাকিব এই রান করলেন ২১৬ ইনিংস খেলে।