মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

‘তৌহিদ নয়, তাওহীদ’

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১১:২৯

বিপিএলে ব্যাট হাতে যেন তারার দ্যুতি ছড়িয়েছিলেন, অনুমিতভাবেই ডাক পেলেন বাংলাদেশ দলে। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হলো, আলো ছড়ালো তার ব্যাট। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই আপন আলোয় উজ্জ্বল হলো তার ব্যাট। অল্পের জন্য অভিষেকেই সেঞ্চুরি মিসের আক্ষেপ থাকতে পারে, তবে আইরিশদের বিপক্ষে ৯২ রানের ঝলমলে ইনিংস খেলে নিজের জাত চিনিয়েছেন। ঠিকই ধরেছেন, বলা হচ্ছে তাওহীদ হৃদয়ের কথা। নামটা পড়তে গিয়ে কি একটু দ্বিধায় পড়ে গেলেন? পড়তেই পারেন, এতোদিন ধরে যার নাম জেনে আসা হয়েছে তৌহিদ হৃদয়, এখন হঠাৎ করেই তাওহীদ হৃদয় কিভাবে হয়ে গেলো?

আসলে, নামের ব্যাপারটি নিয়ে নিজেই কথা বলেছেন অভিষেক ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংসের মালিক তাওহীদ হৃদয়। দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচসেরার পুরষ্কার পেয়েছেন, সংবাদ সম্মেলনেও দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন এই ব্যাটার। সেখানেই জানালেন তৌহিদ নয়, তার আসল নাম তাওহীদ হৃদয়। 

নিজের নামের ব্যাপারটি পরিষ্কার করে জানিয়ে হৃদয় বলেন, 'আমার আসল নাম হচ্ছে তাওহীদ হৃদয়। সবাই তৌহিদ হৃদয় বলে। আমি এটা অনেক জায়গাতেই বলেছি। যখন থেকে অনূর্ধ্ব-১৯ দলে খেলি তখন থেকেই। কিছু জায়গায় দেখি। এখনও দেখি বেশির ভাগ জায়গায় এটা চলতেছে।'

এরপর নিজের নামের বানানও জানিয়ে যান হৃদয় বলেন,  আমার নাম তাওহীদ হৃদয় ডাকলে ভালো লাগে। তাওহীদ নামটার সুন্দর একটা মিনিং আছে। আম্যার নামের বানান হচ্ছে ইংরেজি 'T' বর্ণের পর 'A' হবে, আর বাংলায় 'ত' আকারের পর 'ও'।

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন