শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

উরফির পোশাক নিয়ে রণবীরের বিস্ময়কর মন্তব্য

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৩:৫৪

নিজের উদ্ভট ফ্যাশন চয়েসের জন্য মাঝেমধ্যেই খবরের শিরোনামে চলে আসেন ভারতের টিভি অভিনেত্রী ও মডেল উরফি জাভেদ। একইসঙ্গে জড়ান বিতর্কেও। কখনো স্বচ্ছ প্লাস্টিকের, কখনো কাঁচের, আবার কখনো ঝিনুক আকৃতির পোশাক পরে ট্রল হয়েছেন। তবে সমালোচনায় বিন্দুমাত্র কর্ণপাত করেন না তিনি। বরং নিজের গতিতে চালিয়ে যাচ্ছেন ফটোশুট। হাজির হচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানেও।

এবার উরফির পোশাক নিয়ে মন্তব্য করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। বিচিত্র সব পোশাকে উরফিকে কেমন লাগে এমন প্রশ্নের উত্তরে রণবীর যা বললেন, তা শুনে বিস্মিত হতে পারেন অনেকেই।

সম্প্রতি কারিনা কাপুরের শো মির্চি প্লাস-এ অতিথি হয়ে আসেন রণবীর কাপুর। উদ্দেশ্য নিজের সদ্য মুক্তি পাওয়া সিনেমা 'ঝুটি ম্যায় মক্কর'-এর প্রচার করা। সেখানেই কারিনা প্রশ্ন করেন রণবীরকে, উরফিকে তিনি চেনেন কি? প্রশ্নের উত্তরে সম্মতি জানান এই অভিনেতা। ব্যাস এর পরই উরফির পোশাক নিয়ে জানতে চান কারিনা। প্রশ্ন করেন, 'উরফির পোশাক কি ভালো রুচির পরিচায়ক, নাকি তা নিম্ন রুচির পরিচয় বহন করে? খুব বেশি সময় না নিয়েই অভিনেতার উত্তর, নিম্ন রুচির পরিচায়ক। রণবীরের এমন মন্তব্যে এখনও কোনো পাল্টা প্রতিক্রিয়া মেলেনি উরফির পক্ষ থেকে।

বিগ বস ওটিটিতে অংশ নিয়ে আলোচনায় আসেন উরফি জাভেদ। তবে এর আগে তিনি বেপনাহ, কসৌটি জিন্দেগী কি, চন্দ্রা নন্দিনী, বড় ভাইয়া কি দুলহানিয়া, পাঞ্চ বিট ২-সহ বিভিন্ন টিভি সিরিয়ালে কাজ করেছেন।

তবে এখন তিনি কাজের জন্য নয়, বরং নানারকম উদ্ভট পোশাকে ফটোশুটের কারণেই আলোচনায় থাকেন। খোলামেলা রূপে ক্যামেরাবন্দি হওয়ার কারণে তাকে তীব্র সমালোচনাও সহ্য করতে হয়। কিন্তু তা গায়ে মাখেন না উরফি।

ইত্তেফাক/আর

এ সম্পর্কিত আরও পড়ুন