শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গ্রীষ্মের রঙে সাজলো আইফোন ১৪ স্পেশাল এডিশন

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৫:০০

গত বছর সেপ্টেম্বরে আইফোন ১৪ সিরিজ বাজারে আসার পর থেকেই এই সিরিজের বাজার মাত। আইফোন বাহ্যিক ডিজাইনের ক্ষেত্রে আহামরি বদল না আনলেও রঙের ব্যবহারে বড়সড় চমক দেখিয়ে চলেছে। মূলত আকর্ষণীয় রঙের ফোনগুলো অনেকের পছন্দের তালিকায় শীর্ষে। আহামরি বদল না এনেও অ্যাপল এখনও বাজার কাঁপিয়ে চলেছে। 

আসছে গ্রীষ্ম। ঋতুর সঙ্গে মিলিয়ে তারা এবার নিয়ে এলো হলুদ রঙের আইফোন ১৪। এই হলুদ অবশ্য ক্যাটক্যাটে নয়। অনেকটা হলদে রঙের লেবুর মতো। 

লেমনেডের রঙ আর গ্রীষ্মের বিমূর্ত উদাহরণে এবারের স্পেশাল আইফোন ১৪। তবে প্রো ভার্সনে তারা হলুদ রঙ ব্যবহার না করায় অনেকেই কিছুটা ক্ষোভ প্রকাশ করেছে। একদমই আলাদা ভাবনার বাইরে থেকে যে হলুদ এসেছে তাও কিন্তু না। অনেক স্মার্টফোন যেমন রিয়েলমি, ওপো, শাওমিতেও হলুদ রঙের ব্যবহার হচ্ছে। তবে আইফোন এবার একটু ভিন্নভাবেই স্পেশাল এডিশন উন্মুক্ত করেছে। 
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন