বগুড়ার শহীদ চান্দু ষ্টেডিয়ামের ভেন্যু বাতিলের প্রতিবাদে এবং সেই ভেন্যু ফিরিয়ে আনার দাবিতে হাতে-গলায় শিকল বেঁধে আবারও অনশন শুরু করেছেন বগুড়ার সেই যুবক হুমায়ুন আহম্মেদ রুমেল।
রোববার (১৯ মার্চ) সকালে শহরের সাতমাথায় এই অনশন শুরু করেছেন রুমেল। এবার তার অনশনের ব্যানারে আমরণ অনশনের জায়গায় প্রতিবাদী অনশন লেখা হয়েছে। গলায় ও হাতে শিকল লাগানো হয়েছে।
এর আগে, গত ৮ মার্চ দুপুরে রুমেল শহরের সাতমাথায় শহীদ চান্দু ষ্টেডিয়ামের ভেন্যু বাতিলের প্রতিবাদে কাফনের কাপড় পড়ে আমরণ অনশন শুরু করেছিলেন। ৮০ ঘন্টা অনশন করার পরে এই ভেন্যু ফিরিয়ে আনার আশ্বাস দেওয়ায় ১০ মার্চ অনশন স্থগিত করেছিলেন রুমেল।
ওইদিন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শামীম কামাল সাতমাথায় রুমেলকে এসে আশ্বাস দিয়েছিলেন এক সপ্তাহের মধ্যে ভেন্যু প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল করা হতে পারে। এরপর রুমেল অনশন স্থগিত করেন। পরে সেখানেই তিনি ঘোষণা দিয়েছিলেন ১৮ মার্চের মধ্যে তিনি এই দাবি না মানলে ১৯ মার্চ থেকে পুনরায় অনশন করবেন। সেই ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকে অনশন শুরু করেছেন তিনি।
অনশনকালে রুমেল জানান,জেলা ক্রীড়া সংস্থার এক কর্মকর্তার আশ্বাসে আমি অনশন স্থগিত করেছিলাম। ১৮ তারিখের মধ্যে কোন ইতিবাচক সাড়া না পাওয়ায় পুনরায় অনশন করছি।
উল্লেখ্য,গত ২ মার্চ বিসিবি বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতার অভিযোগ তুলে বগুড়ার শহীদ চান্দু ষ্টেডিয়ামের ভেন্যু প্রত্যাহার এবং ১৭ জন জনবল প্রত্যাহারের চিঠি দেয়। সেই অনুযায়ী ১৭ জন জনবল সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে। এরপর থেকে ভেন্যু বাতিলের প্রতিবাদে এবং পুনরায় ভেন্যুর দাবিতে বগুড়ার সব শ্রেণি-পেশার মানুষ প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছে।